ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

বানবাসি মানুষের মাঝে সেনাবাহিনীর খাদ্য ও চিকিৎসা সহায়তা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৮, ৪ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ১৫:০০, ৪ সেপ্টেম্বর ২০২৪

নোয়াখালীতে দুর্গম অঞ্চলে বানবাসি ৪০ হাজার মানুষের মাঝে খাদ্য ও চিকিৎসা সহায়তা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 

স্মরনকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত নোয়াখালীর বেগমগঞ্জের প্রত্যন্ত ও দুর্গম এলাকা। এসব এলাকার পানিবন্দি ৪০ হাজার বানবাসীদের মাঝে খাদ্য সহায়তা, বিনা মূল্য চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ সেনবাহিনীর কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশন। 

এরই ধারাাবহিকতায় বুধবার সকালে জেলার বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়নে মেজর নাফিজ ইমতিয়াজ ও মেডিকেল অফিসার মেজর আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রায় ৬ শত বানবাসি পরিবারের মাঝে এ সেবা প্রদান করা হয়।

এসময় মেজর নাফিজ ইমতিয়াজ সাংবাদিকদের জানান, বন্যার প্রথম থেকে দুযোগপূর্ণ  দুর্গম এলাকা গুলোর মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী আছে এবং বন্যা কবলিত এলাকা গুলোর উন্নতি না হওয়া পর্যন্ত সেনাবাহিনী এ সব অঞ্চলে খাদ্য সহায়তা প্রদান করবে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি