ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২২, ৭ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ০৯:৫৫, ৭ সেপ্টেম্বর ২০২৪

ফাইল ছবি

ফাইল ছবি

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুতে সামনে থাকা একটি ট্রাকের পেছনে বাসের ধাক্কায় বাবা-ছেলেসহ ৩ যাত্রী নিহত এবং আরও ৮ জন আহত হয়েছেন। 

শনিবার সকাল সোয়া ৫টার দিকে সেতুর ১৩ নম্বর পিলার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। জানা গেছে, হতাহতরা সকলে সিরাজগঞ্জের বাসিন্দা। 

নিহতরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্দী মহল্লার রইছ  উদ্দিন (৫৫) ও তার ছেলে শাহরিয়ার রিপু (২৭) এবং সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া গ্রামের ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টটিভ চন্দ্র শেখর (৩৫) ।

দুর্ঘটনার সাথে সাথে ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে ফেলায় সেতুতে কোন যানজটের সৃষ্টি হয়নি বলে জানিয়েছে পুলিশ। 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, শনিবার সকাল সোয়া ৫টার সময় সিরাজগঞ্জ শহর থেকে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ নামের একটি বাস ঢাকা যাবার পথে বঙ্গবন্ধু সেতুর ১৩ নম্বর পিলার এলাকায় ওভারটেকিং করতে গিয়ে সামনে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। পরে ট্রাকটি চলে গেলেও বাসটি ক্ষতিগ্রস্ত হয় এবং এর ভিতরে থাকা ৩ জন যাত্রী নিহত এবং আরও ৮ জন আহত হন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে হতাহতদের উদ্ধার করে।

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ জানান, দুর্ঘটনায় নিহত হওয়া তিনজনের মরদেহ মর্গে রাখা আছে। এছাড়াও আহতদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং তিনজন গুরুতর অবস্থায় ভর্তি আছেন। তবে তারা এখন শঙ্কামুক্ত।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি