ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

৩ দিন ধরে মেহেরপুর-চুয়াডাঙ্গা আন্তঃজেলা রুটে বাস বন্ধ 

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৩, ৯ সেপ্টেম্বর ২০২৪

মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধের আজ তৃতীয় দিন। গেল শনিবার বিকালে চুয়াডাঙ্গা বাস মালিক সমিতি ও ইজিবাইক চালকদের দ্বন্দ্বের জের ধরে সব ধরনের লোকাল বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক ও মোটর শ্রমিক ইউনিয়ন। 

বাস চলাচল বন্ধ থাকায় দূরের গন্তব্যে যাওয়া যাত্রীরা পড়ছেন চরম বিপাকে। বাসে যাতায়াতকারী কর্মজীবী ও শ্রমজীবী মানুষের দুর্ভোগের সীমা নেই। 

প্রয়োজনে চুয়াডাঙ্গাসহ আশপাশের জেলায় যাওয়ার জন্য তারা ছোট ছোট যানবাহনে চড়ছেন। এতে ভোগান্তির পাশাপাশি খরচ বেড়েছে বলে জানান কয়েকজন যাত্রী।

মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, গেল  বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়ার মিরপুরে লোকাল বাসের চালকের উপর হামলা ও বাসের গ্লাস ভাংচুর করে সিএনজি চালকরা। এর জের ধরে আন্তঃজেলার সকল রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়। 

তবে প্রশাসনের সাথে কুষ্টিয়া রুটের সমস্যার সমাধান হওয়ায় এখন বাস চলাচল করছে। মেহেরপুর- চুয়াডাঙ্গা রুটে এখনও সমস্যা সমাধানে কেউ এগিয়ে না আসায় বাস চলাচল বন্ধ আছে বলে জানান মতিয়ার রহমান। 

আঞ্চলিক মহাসড়কগুলোতে সিএনজির (থ্রি হুইলার) দৌরাত্ম্যে বাস চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। তাই সিনজি চলাচল বন্ধ এবং হামলাকারীদের বিচারের দাবিতে এ শ্রমিকদের ধর্মঘট।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি