ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

খুলনায় নির্মাণাধীন ‘কর ভবন’ থেকে পড়ে ৩ শ্রমিক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০০, ১০ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ১২:০৩, ১০ সেপ্টেম্বর ২০২৪

খুলনায় নির্মাণাধীন একটি পাঁচতলা ভবন থেকে পড়ে ৩ শ্রমিক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর বয়রায় অবস্থিত খুলনা কর ভবন থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, রাব্বি, আশরাফুল ও মামুন। তারা রড মিস্ত্রির কাজ করতেন। নিহতদের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

নিহত রাব্বির মামা আব্দুল বারেক জানান, রাব্বির বাড়ি পঞ্চগড় জেলায়। সকালে জানতে পারি কাজ করতে গিয়ে কর ভবন থেকে রাব্বিসহ তিনজন পড়ে মারা গেছেন। ওরা তিনজন রড মিস্ত্রির কাজ করছিল।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আমিনুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় সকাল ৯টার দিকে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে দুইজনের বাড়ি পঞ্চগড়ে। অপরজনের বাড়ির ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। 

নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। নিহতদের আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি