ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মেহেরপুরে আড়াই কোটি টাকা মূল্যের স্বর্ণসহ আটক ২

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৬, ১২ সেপ্টেম্বর ২০২৪

মেহেরপুরের আমঝুপিতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ কোটি ৬০ টাকা মূল্যের ২.৬১৮ কেজি ওজনের ২৫টি স্বর্ণের বারসহ ২ জনকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মিরপুর বিজিবি হেডকোয়াটার থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।   

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জানা যায় ঢাকা থেকে একটি যাত্রীবাহী বাসে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে মেহেরপুর যাচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে বিজিবির সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল মেহেরপুরের আমঝুপি মহাসড়কের ওপর অবস্থান নেয়।

আনুমানিক সকাল সাড়ে ৫টায় ঢাকা হতে মেহেরপুরগামী 'জে.আর পরিবহন’র একটি বাস আমঝুপিতে পৌঁছালে বিজিবি টহলদল বাসটি থামিয়ে তল্লাশি চালায়। এসময় ২.৬১২ কেজি ওজনের ২৫টি দ্বিখণ্ডিত স্বর্ণের বার ও নগদ ৫,৮০৪ টাকাসহ ২ জনকে আটক করে। 

জব্দকৃত স্বর্ণের আনুমানিক সিজারমূল্য ২,৬০,২৫,৮০৪ টাকা। 

আটককৃতরা ঢাকার ধামরাই উপজেলার চৌহাট চকপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মোঃ আলাল হোসেন (৪৮) এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে মোঃ রাজিব হোসেন (২৯)। 

তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী মামলা দায়েরকরতঃ স্বর্ণের বারগুলো ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি