ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলে ২ মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৪, ১৩ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইলের দুই উপজেলায় একইদিনে ধানক্ষেত ও রেললাইন পাশ থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলার ঘাটাইল ও কালিহাতী থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

তার মধ্যে ঘাটাইল উপজেলার কাইতকাই এলাকায় ধানক্ষেতের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। কিশোরের নাম শামীম। সে উপজেলার ভানিকাত্রা গ্রামের ভ্যানচালক করিমের ছেলে।

জানা যায়, গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। শামীম অন্যের দোকানে কাজ করতো। স্থানীয়দের ধারণা, ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ রকিবুল (ওসি) ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এদিকে, কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় রেললাইনের পাশ থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকার বিষয়টি রেলওয়ে পুলিশকে খবর জানানো হয়। তারা মরদেহটি উদ্ধার করছেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি