ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে বেক্সিমকোসহ দুই কারখানায় শ্রমিক অসন্তোষ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৭, ১৭ সেপ্টেম্বর ২০২৪

গাজীপুরে তৈরি পোশাক কারখানাসহ সকল শিল্প কারখানা চালু রয়েছে। তবে বেক্সিমকো টেক্সটাইলসহ দুটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। তারা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে রেখেছে।

মঙ্গলবার সকাল থেকে গাজীপুরের অন্যসব কারখানায় নারী ও পুরুষ শ্রমিকেরা নিজ নিজ কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন।

তবে গাজীপুরের চন্দ্রাতে এক মাসের বকেয়া বেতনের দাবিতে নায়াগ্রা কারখানা শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কারখানার সামনে অবস্থার নিয়ে মহাসড়ক একপাশে অবরোধ করে রাখে। 

শ্রমিকেরা অবিলম্বে তাদের বেতন দেয়ার দাবি জানান।

অন্যদিকে, চক্রবর্তী এলাকায় বেক্সিমকো টেক্সটাইল কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে রেখেছে।                                                        

কারখানা এলাকায় নিরাপত্তায় শিল্প পুলিশ মোতায়েন রয়েছে। রয়েছে সেনাবাহিনী ও বিজিবির টহল দলও।  

দুই সপ্তাহ পূর্বে শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সড়ক অবরোধ, কারখানা ভাঙচুরের ঘটনায় গাজীপুরে বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে ৫ সেপ্টেম্বর থেকে বিজিএমইএ’র সিদ্ধান্ত অনুযায়ী ও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস পেয়ে কারখানাগুলো চালু করে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি