ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

নাটোরে ডাকাতের ছুরিকাঘাতে গৃহকর্তা নিহত, গৃহকর্তী আহত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৩, ১৭ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ১৫:০৪, ১৭ সেপ্টেম্বর ২০২৪

নাটোরের গুরুদাসপুরে হারেজ আলী (৭৫) নামে এক গৃহকর্তাকে কুপিয়ে হত্যা করেছে একদল ডাকাত। এসময় নিহতের স্ত্রী ফলেদা বেগমকেও (৬৫) কুপিয়ে জখম করা হয়। 

আজ মঙ্গলবার ভোরের দিকে উপজেলার বৃ-চাপিলা সিল্কি গ্রামের আদর্শ গ্রামে এই ঘটনা ঘটে। 

খবর পেয়ে সেনা সদস্যসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মাসুদ, সুমন ও মনির নামে তিনজনকে আটক করেছে। আহত ফলেদা বেগমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুদাসপুর থানার ওসি মো. উজ্জল হোসেন জানান, ছেলে প্রবাসে থাকায় বৃদ্ধ হারেজ আলী বৃদ্ধা স্ত্রীকে নিয়ে আদর্শ গ্রামেই বসবাস করতেন। এ সুযোগে মঙ্গলবার ভোর ৫টার দিকে একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে হারেজ আলী বাড়িতে হামলা চালায়। এসময় ডাকাতদের উপস্থিতি টের পেলে তাদের বাধা দিতে গেলে বৃদ্ধ হারেজকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ডাকাত দল। এতে হারেজ ঘটনাস্থলেই মারা যান। এসময় তার স্ত্রীকেও ছুরিকাঘাত করা হলে তিনি চিৎকার করতে থাকেন। 

স্থানীয়রা তার চিৎকার শুনে ডাকাতদের ঘিরে ধরে আটক করে রাখে। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করে। 

এ ঘটনায় তিনজনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন ওসি।   

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি