ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

দুই মাস পর উৎপাদনে ফিরেছে কর্ণফুলী পেপার মিল

রাঙামাটি প্রতিনিধি 

প্রকাশিত : ১০:২১, ১৯ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর গেল রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলসে (কেপিএম) পুনরায় কাগজ উৎপাদন শুরু হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮টা থেকে উৎপাদনে যায় কেপিএম।

কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল হাকিম জানান, কাঁচামাল সংকটের কারণে গেল ২০ জুলাই থেকে প্রায় ২ মাস কেপিএমে কাগজ উৎপাদন করা যায়নি। ইতোমধ্যে সকল সংকট কাটিয়ে বুধবার রাত ৮টা থেকে মিলটি পুনরায় কাগজ উৎপাদনে ফিরেছে।

এদিকে, ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় মালিকানাধীন দক্ষিণ এশিয়ার বৃহত্তম কাগজ কল কেপিএম ৭৫ বছরের পুরাতন কারখানা হওয়া সত্ত্বেও এর উৎপাদিত কাগজের গুণ ও মানের দিক দিয়ে এখনও দেশ সেরা।

কেপিএম পুনরায় চালুতে কারখানার সিবিএ নেতৃবৃন্দসহ সর্বস্তরের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি