ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

৭ দিনের রিমান্ডে তুষারকান্তি মণ্ডল, ডিম-জুতা নিক্ষেপ

রংপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩০, ১৯ সেপ্টেম্বর ২০২৪

ঢাকার সাভার থেকে র‌্যাবের হাতে গ্রেফতার রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রংপুরের মেট্রোপলিটান আমলী আদালত-২ এর বিচারক আসাদুজ্জামান আসামির রিমান্ড মজ্ঞুর করেন। 

পরে আসামিকে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা খুনি খুনি, ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়। এ সময় তাকে লক্ষ্য করে ডিম ও জুতা ছোড়া হয়।

মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানার এসআই নুরন্নবী আদালতে জানান, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আসামি তুষার কান্তি মণ্ডলের নেতৃত্বে শতাধিত নেতাকর্মী ও সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের উপর হামলা চালায়। এ সময় গোলাগুলিতে ঢাকা সিরামিক গ্লাস ইন্সটিটিউটের ৮ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লা আল তাহির গুলিবিদ্ধ হয়ে নিহত হন। 

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ওই খুনের মামলার ১৮ নম্বর আসামি সে। তার সঙ্গে আরও কারা কারা ছিল, কারা অর্থের জোগান ও অস্ত্র সরবরাহ করেছে সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আসামিকে ১০ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, আসামি তুষার কান্তি মন্ডলের নেতৃত্বে রংপুর নগরী আন্দোলনকারীদের উপর হামলা-গুলি করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

অন্যদিকে, আসামি পক্ষের আইনজীবী ইফফাত আখতার বানু আসামিকে নির্দোষ দাবি করে তার জামিনের আবেদন করেন এবং রিমান্ড বাতিলের আবেদন জানান। 

শুনানী শেষে বিজ্ঞ বিচারক আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মজ্ঞুর করেন। এ ছাড়াও আসামি তুষার কান্তি মন্ডলের বিরুদ্ধে আরো ৪টি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করলে আদালত তা মজ্ঞুর করেন। 

পরে আসামিকে আদালতের ৫ম তলা থেকে নীচ তলায় নামিয়ে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা ও আইনজীবীরা খুনি খুনি, ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়। এ সময় তাকে লক্ষ্য করে ডিম ও জুতা ছোড়া হয়। 

পরে কঠোর পুলিশী পাহারায় তাকে থানায় নেয়া হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি