ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

খাগড়াছড়িতে চলছে ৭২ ঘন্টার সড়ক অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৫, ২১ সেপ্টেম্বর ২০২৪

খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে ৭২ ঘন্টা সড়ক ও নৌপথ অবরোধ আজ শনিবার সকাল থেকে শুরু হয়েছে। সড়ক অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোন যানবাহন ছাড়ে যায়নি। 

শনিবার সকাল থেকে শহরের ভেতর কিছু হালকা যান চলাচল করলেও যানবাহন চলাচল সীমিত।

গতকাল ঢাকার একটি সমাবেশ থেকে সড়ক ও নৌ পথ অবরোধের ডাক দেয় "জুম্ম ছাত্র জনতা"।  কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে অবরোধ পালনের ঘোষণা দিয়েছে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

বুধবার ভোরে খাগড়াছড়ি সদরে নোয়াপাড়া এলাকায় একটি লাশ পাওয়ার ঘটনার জের ধরে দীঘিনালা ও খাগড়াছড়ি সদরে অপ্রীতিকর ঘটনায় ৩ জন নিহত ও আরও কয়েকজন আহত হন। দীঘিনালায় পুড়িয়ে দেয়া হয় শতাধিক দোকানপাট।

তবে, বর্তমানে জেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি