ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৫, ২১ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ২৩:৩৬, ২১ সেপ্টেম্বর ২০২৪

সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় মিরসাইয়ে ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের নগদ অর্থ ও শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করলেন মিরসরাই প্রফেশনালস সোসাইটি।শুক্রবার ২০ সেপ্টেম্বর দুপুরে মিরসরাই জেলা পরিষদ মিলনায়নে উক্ত শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

মিরসরাই প্রফেশনাল সোসাইটির আয়োজনে সংগঠনের নির্বাহী পরিচালক শামসুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দিদারুল আলম চৌধুরী।

এসময় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব:) শাহ নূর জিলানী, ডিআইজি (অব:) মো. মেসবাহুন নবী, সাধারণ সম্পাদক ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব:) মোহাম্মদ মোহসীন, যুগ্ন সাধারণ সম্পাদক মো. আলী হায়দায় চৌধুরী এফসিএমএ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান এফসিএ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এনামুল গোফরান চৌধুরী, প্রচার সম্পাদক জিলহাজ উদ্দিন নিপুন, মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হুমায়ুন কবির খান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্থ ৭টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৯৫ জন শিক্ষার্থীদের নগদ ২ হাজার টাকা এবং শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
 

কে আই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি