ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাষ্ট্রীয় মর্যাদায় সেনা কর্মকর্তা তানজিমের দাফন সম্পন্ন

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৮, ২৫ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

নিজ গ্রামে জানাযা শেষে সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনারের মধ্য দিয়ে লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্ঝনের মরদেহ স্থানীয় গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

এর আগে টাঙ্গাইলের নিহত সেনা অফিসার তানজিমের মরদেহ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে টাঙ্গাইল জেলা সদর হেলিপ্যাডে নিয়ে আসা হয়। সেখানে সেনাবাহিনীর ঊদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সেখান থেকে তানজিমের বাড়ি করের বেতকা গ্রামে নিয়ে আসা হয়। বাড়িতে মরদেহ এসে পৌঁছুলে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। পরিবারের সবাই কান্নায় ভেঙ্গে পড়েন।

পরে স্থানীয় বোয়ালী মাদরাসা মাঠে বাদ আছর তানজিমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে তানজিমের পরিবারের সদস্য, ঊদ্ধর্তন সেনাবাহিনী অফিসার, সৈনিকসহ জেলার সর্বস্তরের মুসুল্লিরা অংশ নেন। জানাযা নামাজ শেষে সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দিয়ে তানজিমের মরদেহ স্থানীয় বোয়ালী গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করেন।

এসময় উপস্থিত ছিলেন নিহত সেনা অফিসার তানজিমের বাবা সরোয়ার জাহান, ঘাটাইল এরিয়া কমান্ডার ও ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং জিওসি মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রাহমান, ৯৮ সংমিশ্রিত ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মামুনুর রশীদসহ বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

এছাড়া আত্মীয়স্বজন এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

সোমবার দিবাগত রাতে কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র উদ্ধার অভিযানকালে ডাকাতের গুলিতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্ঝন (বিএ-১১৪৫৩) নিহত হন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি