ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবলীগ কর্মি আটক

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:২৪, ২৫ সেপ্টেম্বর ২০২৪

মোংলায় যৌথবাহিনীর অস্ত্র বিরোধী অভিযানে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন (৩৫) ও তার বড় ভাই ফিরোজ আহমেদ (৩৭)কে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে পৌর শহরে তাদের নিজস্ব হাবিব ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে চতুর্থতলার একটি কক্ষ থেকে তাদের আটক করে কোস্টগার্ড ও নৌবাহিনীর একটি যৌথ দল। 

এসময় বিপুল পরিমাণ শটগান ও একনালা বন্দুকের গুলিও জব্দ করা হয়। 

যৌথ বাহিনীর পক্ষে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ সিয়াম- উল- হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাবিবুর রহমানের ছেলে যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন (৩৫)কে ফেরীঘাট এলাকা হতে আটক করা হয়।   

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী কোস্টগার্ড ও নৌবাহিনীর সমন্বয়ে যৌথ দল এদিন রাত সাড়ে ১১টায় পৌর শহরের হাবিব ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের চতুর্থ তলার একটি কক্ষ থেকে একটি অবৈধ বিদেশী শটগান, একটি অবৈধ বিদেশী একনলা বন্দুক, ৩৮ রাউন্ড কার্তুজ, দুই রাউন্ড ফাঁকা কার্তুজ, নগদ এক লাখ টাকাসহ তার বড় ভাই ফিরোজ আহমেদ (৩৭)কে আটক করা হয়।
 
তিনি আরও বলেন, জব্দকৃত অস্ত্র ও আটককৃত ব্যক্তিদের অস্ত্র আইনে মোংলা থানায় মামলা দায়ের করা হয়েছে। 

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, এ ঘটনায় বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ডের পক্ষ থেকে অস্ত্র আইনে মামলা নেওয়ার পর আসামিদের আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি