ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তানজিমের মৃত্যু, পনেরো বছরের দুঃশাসনের ফল: ফজলে এলাহি

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৩, ২৫ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

মেজর জেনারেল (অবঃ) ফজলে এলাহি আকবর বলেছেন, সেনা কর্মকর্তা তানজিম ছরোয়ার নির্জনের মৃত্যু মনে করিয়ে দেয় দেশে এখনও অরাজকতা চলছে, বিগত পনেরো বছরের দুঃশাসনের ফল হচ্ছে বর্তমান পরিস্থিতি। এই ডাকাত কিংবা সন্ত্রাসী আকারে যারা দেশকে অস্থিতিশীল করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের বাড়িতে এসে তার পরিবারকে সমবেদনা জানাতে এসে তিনি এসব কথা বলেন। 

ফজলে এলাহি আকবর বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দ্বিতীয় বিপ্লব যা দ্বিতীয় স্বাধীনতা বলা চলে সেই বিপ্লব আমাদের ধরে রাখতে হবে। যাতে করে আর কখনো ফ্যাসীবাদী সরকার প্রতিষ্ঠা না হয়। 

তিনি আরও বলেন, যদি সেনাবাহিনীকে আমরা ডিপলিটিক্স সাইজ করতে পারি, আর ইলেকশন কমিশনারকে যদি স্বাধীন করতে পারি তাহলে দেশে আর ফ্যাসীবাদি সরকার হবেনা। 

লেফটেন্যান্ট কর্ণেল (অবঃ)  সিদ্দিক বলেন, আমরা ৭ জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এসেছি। আমরা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে নির্জনের পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসেছি। আমরা চাই নির্জনের হত্যার সাথে যারা জড়িত তাদেরকে কঠিন বিচারের আওতায় আনা হোক। 

এসময় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্ণেল (অবঃ) শামসুজ্জামান, রাশেদ, সাঈদ খান ও মেজর সিদ্দিক, মান্নান, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক এড.ফরহাদ ইকবাল ও বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী। 

বিএনপির এই প্রতিনিধি দল সেনা কর্মকর্তা তানজিম ছারোয়ার নির্জনের বাড়িতে এসে তার মা-বাবা ও বোনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে সমবেদনা জ্ঞাপন করেন। পরে কবরস্থানে গিয়ে বিএনপির চেয়ারপার্সনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও মোনাজাত করেন তারা।

এএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি