ঢাকা, বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রাতনিধি

প্রকাশিত : ০৮:০৪, ২৬ সেপ্টেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

বুধবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব ও পুলিশ  পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন আফ্রিদি (২৬), পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক জাকির হোসেন জয় ও ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন আদি।

মঙ্গলবার সন্ধ্যায় শহরের কাজীপাড়া এলাকা থেকে রুহুল আমিন আফ্রিদিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯-এর একটি দল ও বাকী দুইজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানার পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ওই তিনজনের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে। গত ৪ এবং ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারিদের সাথে তারা সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি