ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

গৃহবধূকে হাত-পা বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৪, ২৬ সেপ্টেম্বর ২০২৪

নোয়াখালীর সুবর্ণচরে তিন সন্তানের জননী এক গৃহবধূকে হাত-পা বেঁধে নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। স্বামী-শ্বশুরুসহ ৯ জনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ওঠেছে। 

যার একটি ভিডিও বুধবার দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ঘটনাটি সুবর্নচর উপজেলার ৭নং পূর্ব চরবাটা ইউনিয়নে।

৫২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, মধ্যযুগীয় কায়দায় তিন সন্তানের ওই জননীকে একটি রশি দিয়ে হাত-পা ও শরীরের বিভিন্ন অংশে বেঁধে রাখা হয়েছে। এ সময় সন্তানদের তার কাছে আসতে না দেওয়া হয়নি। তিনি খাওয়ার পানি চাইলেও তা দেওয়া হয়নি।

স্থানীয় একাধিক সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে গত ১৩ আগস্ট স্বামী নুরের নবী, শ্বশুর আবদুল হাদি ওরফে হাদু, ভাসুর শেখ ফরিদসহ ৯ জন মিলে ওই গৃহবধূকে এভাবে বেঁধে ব্যাপক নির্যাতন করেন। 

খবর পেয়ে স্থানীয় কিছু লোকজন ওই নারীকে উদ্ধার করতে আসে এবং তখনই মোবাইলে ভিডিওটি ধারণ করা হয়। 

এ ঘটনায় ওই নারী পরের দিন ১৪ আগস্ট থানায় মামলা করতে গেলে শ্বশুর পক্ষের লোকজন তাকে সেখান থেকে জোরপূর্বক নিয়ে আসে। 

ঘটনার এক মাস পর ধারণকৃত ওই ভিডিওটি বুধবার (২৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

এ বিষয়ে সুবর্ণচর উপজেলার চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলম ভূঞা জানান, ভিডিওটি তার নজরে আসার সঙ্গে সঙ্গে বুধবার রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি