ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

শ্রমিক বহনকারী বাসে ট্রাকের ধাক্কা, তিন নারী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪১, ২৬ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ১০:৪৭, ২৬ সেপ্টেম্বর ২০২৪

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাক ও পোশাক শ্রমিকদের বহনকারী বাসের মুখোমুখি সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।

বৃহস্পতিবার সকাল পৌনে সাতটার দিকে শিবালয়ের বোয়ালিয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বেপরোয়া গতির একটি ট্রাক শ্রমিকদের বহনকারী বাসকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই এক নারী শ্রমিক মারা যান। হাসপাতালে নেয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। 

ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার শুরু করে। পরে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধার কাজে অংশ নেয়। 

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে অন্তত ২০ শ্রমিককে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে। বাসের অন্যান্য যাত্রীরাও কমবেশি আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বরংগাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি