ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কারাগারে পাঠান হলো রাজবাড়ীর সাবেক মেয়র তিতুকে

রাজবাড়ী প্রতি‌নি‌ধি

প্রকাশিত : ১৫:২৭, ২৬ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ‌গ্রেপ্তার রাজবাড়ীর সাবেক মেয়র আলম‌গির শেখ তিতুর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপু‌রে রাজবাড়ীর ১ নম্বর আ‌মলি আদালতে আলম‌গীর শেখ তিতুর পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। 

আদাল‌তের বিচারক সুমন হো‌সেন জামিন না মঞ্জুর করে আদালতে পাঠানোর আদেশ দেন।

এর আগে বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের ধলেশ্বরী টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-১০। আজকে তাকে আদালতে তোলা হয়। 

আলমগীর শেখ তিতু রাজবাড়ী শহরের ২নং বেড়াডাঙ্গা এলাকার মৃত আব্দুল গণি শেখের ছেলে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের ওপর হামলার অভিযোগে গত ৩০ আগস্ট শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক মেয়র আলমগীর শেখ তিতু ৭ নম্বর আসামি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি