ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুনামগঞ্জে বজ্রপাতে তিন জেলে নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

সুনামগঞ্জের পৃথক স্থানে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে তিন জেলে নিহত হয়েছেন। 

আজ রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ৫টায় দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাওঁ ইউনিয়নের দেখার হাওরে এ ঘটনা ঘটে।

নিহত জেলেরা হলেন পান্ডারগাওঁ ইউনিয়নের পলিচর গ্রামের চাঁন মিয়ার পুত্র জালাল উদ্দিন (৩৫) ও একই গ্রামের নুরুল হক মিয়ার পুত্র জসিম উদ্দিন (২৬)।  এদিকে জামালগঞ্জ উপজেলার পাকনার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন কালাগুজা গ্রামের আব্দুল লতিফের পুত্র শরীফ মিয়া।  

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৪টার দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বজ্রপাতের মধ্যেই হাওরে মাছ ধরার চাঁই তুলতে যায় তারা। বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে আচমকাই তারা বজ্রপাতের শিকার হন। ঘটনাস্থলেই ওই তিন জেলে নিহত হন।

বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো: জাকির হোসেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি