ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ধর্ষণ চেষ্টার মামলায় কিশোরের ১০ বছরের জেল

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৮, ২৯ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

নাটোর সদর থানার লক্ষিপুর খোলাবাড়িয়া এলাকায় শিশু (৭) ধর্ষণ চেষ্টায় আব্দুর রহমান (১৭) নামে এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। 

আজ রোববার বেলা ১২টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম অভিযুক্তর উপস্থিতিতেই এই রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত আব্দুর রহমান নাটোর সদর উপজেলার লক্ষিপুর খোলাবাড়িয়া টলটলিয়া পাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টার দিকে  লক্ষ্মিপুর খোলাবাড়িয়া বাজারে মুদিখানা দোকান থেকে ডেকে নিয়ে আতর আলীর আমের বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরে শিশুটিকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে স্বজনরা।

এ ঘটনায় শিশুর দাদা নুরুন্নবী বাদি হয়ে আব্দুর রহমান ও মাসুমকে আসামি করে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত করে অভিযুক্ত আব্দুর রহমানকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে পুলিশ। 

দীর্ঘ ৯ বছর মামলার স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে এই রায় ঘোষণা করেন আদালতের বিচারক।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি