ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত ২ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৬, ৩০ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত দুইজন রোগীর মৃত্যু হয়েছে। 

চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোরে তারা মারা যান।

মৃত ব্যক্তিরা হচ্ছেন হালুয়াঘাটের আমতলী গ্রামের মোস্তফা ও গফরগাঁওয়ের নাসিমা আক্তার। 

দুজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডাক্তার মহিউদ্দিন মুন। তিনি জানান, হাসপাতালে বর্তমানে ৩২ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে পুরুষ ২৬ জন, মহিলা ৫ জন এবং শিশু একজন। মারা যাওয়া দুইজন রোগীর অবস্থা খুবই খারাপ ছিল। 

চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তারা মারা যান। পরিবারের হাতে মরদেহ হস্তান্তর করা হয়েছে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি