ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, একজন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ৩০ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ১৭:৩৯, ৩০ সেপ্টেম্বর ২০২৪

সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে কাউসার হোসেন খান (২৭) নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২০ জন। গুলিবিদ্ধ দুই জন ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত কাউসার হোসেন খান ম‍্যাংগো টেক্সট লিমিটেড নামের কারখানায় কাজ করতেন। গুলিবিদ্ধ দুই জন হলেন নয়ন ও রাসেল।

জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ও ডিওএইচএস পয়েন্টে সড়ক অবরোধ করেন কয়েক শতাধিক পোশাকশ্রমিক। সেখানেই এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি