ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

শ্রীপুরে এলপি গ্যাসের ট্যাংকার বিস্ফোরণে ৩ নারী দগ্ধ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ১৭:৩৯, ৩০ সেপ্টেম্বর ২০২৪

গাজীপুরের শ্রীপুরে এলপি গ্যাসের একটি ট্যাংকার মেরামতের সময় বিস্ফোরণে তিন নারী দগ্ধ হয়েছেন। 

সোমবার সকালে শ্রীপুর ভাওয়াল রাজাবাড়ি এলাকায় ঘটনা ঘটে। 

দগ্ধ নারীরা হলেন হালিমা, হেলেনা ও  রিতা। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় এবং পরিবার সূত্রে জানা যায়, রোববার থেকে একটি এলপি গ্যাসের ট্যাংকার ভাওয়াল রাজাবাড়ি বাজারের দেওয়ানি বাড়ির সামনে রাখা ছিল। সকালে গাড়ি লিকেজ হয়ে গ্যাস বের হচ্ছিল। পরে হঠাৎ ট্যাংকারে বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলের পাশের বাসার ৩ নারী দগ্ধ হন।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, দগ্ধ অবস্থায় তিনজন নারীকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে হালিমাকে ঢাকায় পাঠানো হয়েছে। তার ৪০ শতাংশ পুড়ে গেছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি