ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

নতুন ওসি এসেই খুলে দিলেন থানার প্রধান ফটক

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৭, ১ অক্টোবর ২০২৪

দীর্ঘ প্রায় তিন বছর সাত মাস পর খুলে দেয়া হলো মাদারীপুরের কালকিনি থানার প্রধান ফটক। থানায় নতুন ওসি যোগদানের পর খুলে দেয়া হয় থানায় প্রবেশের প্রধান ফটক। এতে খুশি থানায় সেবা নিতে আসা সাধারণ জনগণসহ এলাকাবাসী।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে থানায় প্রবেশের মূল গেইট খুলে দেয়া হয়।

জানা যায়, গত ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে কালকিনি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার জেরে কালকিনি থানা ঘেরাও করে একজন মেয়র প্রার্থীর সমর্থকরা। সেই থেকে বন্ধ ছিল কালকিনি থানায় প্রবেশের প্রধান ফটক। 

এরপর দীর্ঘদিন থানার জনবল সংকটসহ নানা অজুহাতে আর খোলা হয়নি মূল গেইটটি। এতদিন থানায় প্রবেশের জন্য শুধুমাত্র পূর্বপাশের একটি পকেট গেইট খোলা ছিল।

তবে বর্তমানে কালকিনি থানায় নতুন ওসি যোগদানের পর খুলে দেয়া হয় থানায় প্রবেশের প্রধান ফটক। এতে খুশি থানায় সেবা নিতে আসা সাধারণ জনগণসহ এলাকাবাসী।

কালকিনি থানায় সেবা নিতে আসা শাকিল নামে এক যুবক বলেন, “এতোদিন থানায় সেবা নিতে পাশের একটি পকেট গেইট দিয়ে আসতে হতো। বাইরে থেকে দেখলে মনে হতো থানা বন্ধ আছে। এখন মূল গেইট খুলে দেয়ায় থানার সৌন্দর্য্যও বৃদ্ধি পেয়েছে। মানুষ এখন সহজেই তাদের সমস্যা নিয়ে থানায় আসতে পারবে।”

এ বিষয়ে কালকিনি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন,"থানা হচ্ছে সেবা প্রত্যাশী জনগণের আশ্রয়স্থল। আমি কালকিনি থানায় যোগদান করে থানার মূল গেইট বন্ধ দেখতে পাই। এ বিষয়ে তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুত গেটটি খুলে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করি।

থানায় যাতে কোন প্রকার ভোগান্তি ছাড়া জনগণ নির্দিধায় তাদের সমস্যা ও অভিযোগ জানাতে প্রবেশ করতে পারে তাই প্রধান ফটক খুলে দিয়েছি। পুলিশের উপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি