ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

আকিজ ফুডে শ্রমিক বিক্ষোভ, দীর্ঘ যানজটের সৃষ্টি

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ১০:৪৭, ৭ অক্টোবর ২০২৪ | আপডেট: ১০:৫৭, ৭ অক্টোবর ২০২৪

ঢাকার ধামরাইয়ে মাসিক বেতন ১৫ হাজার টাকা বৃদ্ধি ও সাপ্তাহিক ছুটিসহ নয় দফা দাবিতে বিক্ষোভ করেছে আকিজ ফুড আ্যান্ড বেভারেজ লিমিটেডের শ্রমিকরা। তবে আশুলিয়া ও গাজীপুরে গার্মেন্টস পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সোমবার সকালের দিকে গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে প্রায় শতাধিক শ্রমিক। 

এর আগে, ভোর ৬টা থেকে আধ ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয় শ্রমিকরা। এতে মহাসড়কে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। 

শ্রমিকরা জানায়, দীর্ঘদিন ধরে শ্রমিকরা প্রতিষ্ঠানের কাছে নানা দাবি দাওয়া জানিয়ে আসছিল। প্রতিষ্ঠান তাদের মৌখিকভাবে আশ্বস্ত করলেও দাবি মেনে নেয়নি। তিন মাস আগে বেতন বৃদ্ধির কথা বলা হলেও এখনও শ্রমিকরা বর্ধিত বেতন পাননি। এরই জেরে তারা বিক্ষোভ করছেন। 

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় শ্রমিক ও মালিকপক্ষ দফায় দফায় বৈঠক করে সমঝোতায় আসার চেষ্টা চালায়। 

এদিকে, অস্থিরতা কাটিয়ে প্রায় শতভাগ উৎপাদনে আশুলিয়া শিল্পাঞ্চল। বন্ধ রয়েছে ১টি কারখানা। গাজীপুরে তৈরি পোশাক কারখানাসহ সকল শিল্প কারখানা চালু রয়েছে। সকালে থেকে শ্রমজীবী নারী-পুরুষ শ্রমিকেরা নিজেদের কর্মস্থলে যোগ দিয়েছে।

শিল্প কারখানার উৎপাদন স্বাভাবিক রয়েছে। শিল্প কারখানা সার্বিক নিরাপত্তায় কাজ করছে শিল্প পুলিশ। রয়েছে সেনাবাহিনী ও বিজিবির টহল।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি