ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশি ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৪, ৯ অক্টোবর ২০২৪

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে বাংলাদেশী পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা। নাফ নদীতে বড়শি দিয়ে মাছ শিকারের সময় তাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। 

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় টেকনাফ বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলেদের ফেরত আনতে বিজিবির পক্ষ থেকে মিয়ানমারের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান তিনি।

পাঁচ বাংলাদেশি নাগরিকরা হলেন- টেকনাফ শাহপরীর দ্বীপের জালিযাপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে মোঃ আলম (২২), আব্দুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া (২৩) ও মো. সাইফুল মিয়া (১৭), মো. রফিকুল ইসলামের ছেলে মো. বোরহান উদ্দিন (১৯) ও চকরিয়া খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ (২৪)।

নাফ নদীর টেকনাফ পৌরসভা সংলগ্ন এলাকা থেকে তাদেরকে নৌকাসহ ধরে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। 

মিয়ানমার সামরিক জান্তা বাহিনীর মধ্যে চলমান যুদ্ধে রাখাইনের সিংহ ভাগ এলাকা আরাকান আর্মির দখলে চলে গেছে। টেকনাফের ওপারে রাখাইনের মংডু টাউনশীপ পুরোটাই এখন আরাকান আর্মি নিয়ন্ত্রণ করছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি