ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

বাড়তি আয়ের জন্য রাতে চালাতেন ভ্যান, দুর্ঘটনায় নিহত

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৩, ১০ অক্টোবর ২০২৪

মাদারীপুরের কালকিনি উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের কুন্ডু বাড়ি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালক নিহত হয়েছে। তিনি গ্যারেজ মেকানিক হলেও বাড়তি উপার্জনের জন্য রাতেরবেলা ভ্যান চালাতেন।

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে স্থানীয়রা লাশ উদ্ধার করে। এর আগে বুধবার দিবাগত রাতে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ভ্যানচালকের মোঃ হান্নান কবিরাজ ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের দক্ষিণ ধূয়াসার গ্রামের মৃত আজিজ কবিরাজের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হান্নান কবিরাজ পেশায় ভ্যানের গ্যারেজ মেকানিক। সারাদিন কাজ করে রাতেরবেলা বাড়তি উপার্জনের জন্য তিনি ভ্যান চালাতেন। গতরাতে ভ্যান নিয়ে বের হলে ঢাকা-বরিশাল মহাসড়কের কুন্ডু বাড়ি নামক স্থানে কোন একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি সড়ক থেকে সিটকে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যান। এ সময় মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তিনি আর পুকুর থেকে উঠতে পারেননি। 

পরবর্তীতে সকালে স্থানীয়রা পুকুরের ভিতরে ভ্যানটি পড়ে থাকতে দেখে সেটা উদ্ধার করতে গেলে নিহতের লাশ দেখতে পান। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হুমায়ুন কবীর ঘটনাটি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিয়তের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি