ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবি’র

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২২, ১০ অক্টোবর ২০২৪

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষি বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। 

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দেওয়া হয়। 

বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার শাহাদত হোসেন ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার বিজয় কুমারের হাতে ৫ প্যাকেট মিষ্টি তুলে দিয়ে দুর্গাপুজার শুভেচ্ছা জানান। 

এসময় তারা দুই দেশের দু’বাহিনীর পক্ষে একে অপরের সহিত কুশল বিনিময় করেন। 

সীমান্তে বিরাজমান সম্পর্ক আরও যেন সুদৃঢ় হয় সে লক্ষ্যে প্রতিবছর দুদেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে দুবাহিনীর পক্ষ থেকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে। 

হিলি সীমান্তে দীর্ঘদিন ধরেই এই ধরনের রেওয়াজ চলে আসছে বলেও জানায় বিজিবি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি