ঢাকা, বৃহস্পতিবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৫

ইলিশ কেটে টুকরো বিক্রি শুরু, খুশি ক্রেতারা

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫০, ১০ অক্টোবর ২০২৪

দীর্ঘদিন থেকে দেশের বাজারে আকাশছোঁয়া ইলিশের দাম। তাই নিম্নআয়ের মানুষের কাছে ইলিশের স্বাদ আর গন্ধ অধরা। এবার এই মাছের স্বাদ নিতে সুযোগ করে দিলেন রাজশাহীর ব্যবসায়ীরা। কেউ চাইলেই বড় একটি ইলিশের সামান্য অংশ নিতে পারছেন। 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে নগরীর সাহেব বাজারের মাছপট্টিতে কাটা ইলিশ মাছ বিক্রির উদ্বোধন করেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ ও মৎস্যজীবী সমিতির নেতারা। 

দীর্ঘদিন পর ইলিশের স্বাদ নিতে পারায় আনন্দিত ক্রেতাসাধারণ। তবে দাম কমানোর দিকে নজর দেওয়ার দাবি তাদের। 

ব্যবসায়ীরা বলছেন, কেউ চাইলেই এখন সর্বনিম্ন আড়াইশ’ গ্রাম ইলিশ কিনতে পারবেন। এতে গোটা ইলিশের চেয়ে কেজিতে ২০০ টাকা দাম বেশি পড়বে। 

ব্যবসায়ী নেতারা বলছেন, ক্রেতাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতেই এমন ব্যতিক্রম উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে ইলিশ কিনতে পারেন সকল শ্রেণী পেশার মানুষ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি