ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

পূজামণ্ডপে গান পরিবেশন নিয়ে তুলকালাম, গ্রেপ্তার ২

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৩, ১১ অক্টোবর ২০২৪ | আপডেট: ১১:১৮, ১১ অক্টোবর ২০২৪

চট্টগ্রামের একটি পূজামণ্ডপে গান পরিবেশন নিয়ে তুলকালাম কাণ্ড ঘটছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার রেশ ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এ ঘটনায়  পুজা উদযাপন কমিটির সদস্যদের মধ্যে হাতাহাতিও ঘটেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোতোয়ালি থানায় মামলাও হয়েছে।

পরিস্থিতিতে নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়। রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুজামণ্ডপে ইসলামী গান পরিবেশনকারীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। 

এ বিতর্কের ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। তাদের পরিচয় জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত আজ বেলা সাড়ে ১১টায় নগরের দামপাড়া পুলিশ লাইন্সে নগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

চট্টগ্রাম মহানগরীর রহমতগঞ্জের জে এম সেন হলে বৃহস্পতিবার (১০ অক্টোবর রাতে পুজামণ্ডপে চট্টগ্রাম কালচারাল একাডেমি নামের একটি সাংস্কৃতিক সংগঠনের ছয় সদস্য অনুষ্ঠানে দুটি গান পরিবেশন করেন। তার মধ্যে একটি গান ছিল ”আগে কি সুন্দর দিন কাটাইতাম” অপরটি ছিল ‘শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম’। 

পরের গানটির দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড় শুরু হয়। 

চট্টগ্রাম কালচারাল একাডেমি নামের সাংস্কৃতিক সংগঠনটিকে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের অর্থ সহসাধারণ সম্পাদক সজল দত্ত আমন্ত্রণ জানিয়েছিল বলে অভিযোগ উঠে। সংগঠনটি দু’টি গান পরিবেশনের পর স্বাভাবিকভাবেই মঞ্চ থেকে বিদায় নেয়।

 বক্তব্য রাখছেন জেলা ম্যাজিস্ট্রেট

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে পূজামণ্ডপে ইসলামী সংগীতের খবর প্রচারিত হওয়ার পর বিক্ষুব্দ হয়ে উঠে পূজারীরা। ছাত্রশিবির সমর্থিত সাংস্কৃতিক সংগঠনকে আমন্ত্রণ জানানোকারী চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তকে বহিষ্কারের দাবি জানায় এবং পূজামণ্ডপ এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুজামণ্ডপ এলাকায় সেনা মোতায়েন করা হয় এবং সজল দত্তকে বহিষ্কার করা হয়।

পূজামণ্ডপের মঞ্চে যে ৬ তরুণ গান পরিবেশন করেন তারা জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির সমর্থিত বলে স্থানীয়রা জানিয়েছে। তবে, রাতে ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি মঞ্জুরুল ইসলাম দাবি করেছেন পুজামণ্ডপে ইসলামী গান গাওয়াদের সাথে ছাত্র শিবিরের সম্পৃক্ততা নেই।

এদিকে, পূজামণ্ডপে ইসলামী সংগীত পরিবেশনের ভিডিও ছড়িয়ে পড়ার পর রাতে মণ্ডপ এলাকা পরিদশনে যান চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। তিনি ঘটনার সাথে জড়িতদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দেন এবং পুলিশে মামলা দায়ের অনুরোধ জানান।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি