ঢাকা, বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪

হালতিবিলে শামুক তুলতে গিয়ে বজ্রপাতে নিহত ২

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৭, ১১ অক্টোবর ২০২৪

নাটোরের নলডাঙ্গা হালতিবিলে বজ্রপাতে মোমিন হোসেন (৩৫)  ও রায়হান আলী (৩২) নামে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দু’জন। 

আজ শুক্রবার ভোর রাতে নলডাঙ্গা উপজেলার হালতিবিল এলাকায় এই বজ্রপাতের ঘটনা ঘটে। 

নিহত মোমিন হোসেন নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া গ্রামের নুর হোসেনের ছেলে এবং অপর নিহত রায়হান আলী নওগাঁ জেলার আত্রাই উপজেলার ক্ষুদ্র পারবিশা এলাকার সাদেক আলীর ছেলে। 

আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে নলডাঙ্গা উপজেলার হালতিবিলে নৌকা নিয়ে মোমিন হোসেনসহ তিনজন শামুক তুলতে যান। এসময় হঠ্যৎ বজ্রপাত হলে মোমিন হোসেন ঘটনাস্থলেই মারা যান। এতে নৌকায় থাকা অপর দুইজন গুরুতর আহত হন। আহতদের একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

অপরদিকে, হালতিবিলের নলডাঙ্গা সীমান্ত সংলগ্ন আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রায়হান আলী নামে অপর জনের মৃত্যু হয়। 

নলডাঙ্গা থানার ওসি মোস্তফা সারোয়ার বজ্রপাতে মোমিন হোসেনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি