ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

সাবেক সেতুমন্ত্রীর স্ত্রীর গাড়িচালকের বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪২, ১১ অক্টোবর ২০২৪ | আপডেট: ১২:৪৫, ১১ অক্টোবর ২০২৪

সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রীর গাড়ীর ড্রাইভার ছিলেন মানিকগঞ্জের সিংগাইরের আতিকুর রহমান। সামান্য গাড়িচালক হলেও নিজ গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেছেন, খরচ কোটি টাকারও বেশি। ঢাকায় রয়েছে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানও। 

আতিকুর রহমানের দৃষ্টিনন্দন বাড়ি আর ব্যবসায়ী হয়ে ওঠা নিয়ে গ্রামবাসীর মধ্যে চলছে নানা গুঞ্জন।

সিংগাইর উপজেলার কাশিমপুর গ্রামের একটি সরকারি অফিসের পিয়ন লেহাজ উদ্দিনের ছয় ছেলেমেয়ের মধ্যে চতুর্থ আতিকুর রহমান। কিছুদিন আগেও তাদের গ্রামের বাড়িতে ছিল চারচালা ঘর। 

অষ্টশ শ্রেণী পর্যন্ত লেখাপড়ায় শিক্ষিত আতিকুর রহমান ড্রাইভিং শিখে প্রথমে চালাতেন বেবিট্যাক্সি। প্রায় পনের বছর আগে সড়ক ও জনপথ বিভাগে ড্রাইভারের চাকরি পান আতিক। ২০১৩ সালের দিকে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রীর ব্যক্তিগত চালক হিসাবে দায়িত্ব পান তিনি।

এরপর থেকেই তিনি হয়ে উঠেন অনেক টাকা-পয়সার মালিক। আলোচনা আছে, করোনাকালে ঢাকায় ইটভর্তি ট্রাক প্রবেশে বিধি-নিষেধ থাকলেও মন্ত্রী ও তার স্ত্রীর প্রভাব খাটিয়ে কাজ করতেন আতিক।  গাড়িপ্রতি নিতেন ৫ হাজার টাকা। এর ফলে ইট-ভাটার মালিকরাও তার শরণাপন্ন হতেন। 

আবার নিজেও সেতুমন্ত্রীর প্রভাব খাটিয়ে ঠিকাদারসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে ইট সাপ্লাই করতেন। সিংগাইরের প্রায় প্রতিটি ইট ভাটার মালিকের সাথে ছিল তার যোগাযোগ। এছাড়াও ওবায়দুল কাদেরের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে অবৈধভাবে আয় করেন বিপুল টাকা-পয়সা। 

জানা গেছে, ঢাকায় তার রয়েছে একাধিক পার্লার ও রেস্টুরেন্ট ব্যবসা।

সামান্য বেতনের ড্রাইভারের চাকরি করে আতিক কি ভাবে এতো টাকার মালিক হলেন তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন এলাকাবাসী।

আতিকুলের বোন দাবি করেন, তার ভাই অনেক পরিশ্রম করেই এই বাড়ি নির্মাণ করেছেন। এখনও বাড়ির জন্য ধারদেনা করা টাকা শোধ করতে পারেনি। যদিও এই বোনকে আতিকুর তার বাড়িতে ঢোকার অনুমতি দেননি এখন পর্যন্ত।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি