ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শেষ মুহূর্তে ইলিশের বাজার চড়া, ক্ষুব্ধ ক্রেতারা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪২, ১২ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

সারাদেশে ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আজ মধ্যরাত থেকে। তাই শেষ মুহূর্তে মাছের বাজারে ভীড় জমিয়েছেন ব্যবসায়ী ও সাধারণ ভোক্তারা। সরবরাহ কম থাকায় চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশসহ বিভিন্ন ধরনের সাগরের মাছ। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারা।

আজ শনিবার (১২ অক্টোবর) সকালে বাগেরহাটের বিভিন্ন বাজার ঘুরে চড়া মূল্যে মাছ বিক্রি করতে দেখা যায়।

প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার জন্য “মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৪”র অংশ হিসেবে আগামীকাল ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। 

যার ফলে শনিবারই ছিল মাছ ক্রয় ও বিক্রয়ের শেষ দিন। শেষ দিনে দক্ষিণাঞ্চলের প্রধান পাইকারি মাছের আড়ৎ শহরের কেবি বাজারে ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদের উপচেপড়া ভীড় দেখা যায়। শেষ দিন হওয়ায় বাধ্য হয়ে চড়া দামে ইলিশ কিনছেন ভোক্তারা।

এদিন কেজি ওজনের ইলিশ ২২শ’ থেকে ২৩শ’ টাকা কেজি, ৫-৬টায় কেজি এই ইলিশ ৬শ’ থেকে ৮শ’ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর বাইরে সাগরের চ্যালা, রুপচাঁদা, জাবা, লাখ্যা, ভেটকিসহ বিভিন্ন মাছও চড়া দামে বিক্রি হচ্ছে। 

জেলে ও ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম থাকায় দাম বেশি।

তবে, হঠাৎ করে মাছের মূল্য বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি