ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

বরিশাল মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪১, ১৩ অক্টোবর ২০২৪ | আপডেট: ১১:১৫, ১৩ অক্টোবর ২০২৪

বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট।

আজ রোববার (১৩ অক্টোবর) সকালের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

হাসপাতালের মেডিসিন ইউনিট ভবনের নিচতলার একটি কক্ষে আগুন লাগে। এতে আতঙ্কিত হয়ে রোগী ও তাদের স্বজনরা ছোটাছুটি শুরু করেন।

আগুন লাগার খবর শুনে বিভিন্ন ওয়ার্ড থেকে রোগী ও রোগীর স্বজনরা ছুটাছুটি করে সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে আসে এবং গুরুতর অসুস্থ রোগীকে আনসার সদস্যরা নিচে নামাতে সহায়তা করে। এছাড়া মেডিসিন ওয়ার্ড থেকে অসুস্থ সকল রোগীকে সরিয়ে পুরাতন ভবনের ওয়ার্ডে স্থানান্তর করা হয়।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা। আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে। তবে ধোঁয়া রয়ে গেছে।

ফায়ার সার্ভিস আরও জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত হতাহতের ঘটনা ঘটেনি। পরবর্তীতে তদন্ত করে আগুন লাগার কারণ ও মালামালের ক্ষতির পরিমাণ জানা যাবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি