ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

দৌলতদিয়া যৌনপল্লীর আধিপত্য নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

রাজবাড়ী প্রতি‌নি‌ধি

প্রকাশিত : ১১:৫৬, ১৩ অক্টোবর ২০২৪

রাজবাড়ীর গোয়ালন্দ উপ‌জেলার দৌলত‌দিয়া যৌনপল্লীতে ফারুক সরদার (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর আলেয়ার গে‌টের সাম‌নে এ ঘটনা ঘটে।

নিহত ফারুক দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মণ্ডলপাড়ার পল্লী চিকিৎসক শহিদ সরদারের ছেলে। তিনি দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতদিয়া যৌনপল্লীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোবাইল ফোনে বাকবিতণ্ডার জের ধরে উত্তেজিত হয়ে নিহত ফারুক সরদার ও অপর যুবক আলামিন যৌনপল্লী এলাকায় আসে। এসময় অপরপক্ষ তাদের উপর হামলা চালিয়ে দু’জনকে কুপিয়ে গুরুতর জখম করে। 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তাদের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। 

সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ ঘাট থানা ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থাল পরিদর্শন করা হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটেছে। 

এই হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি