ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

দীঘিনালায় গুলি করে একব্যক্তিকে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪১, ১৫ অক্টোবর ২০২৪

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা সদরের পোমাংপাড়া এলাকায় স্বর্ণ কুমার ত্রিপুরা (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। 

সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এই ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত বদন কুমার ত্রিপুরার ছেলে। তিনি পেশায় একজন বাবুর্চি ছিলেন। 

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত মুহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মধ্যরাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে থাকতে পারে। লাশটি পোমাংপাড়া রাস্তার ওপর থেকে উদ্বার করা হয়েছে। 

আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর বিরোধের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে পুলিশের ধারণা।

পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধার করে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি