ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাজবাড়ী‌তে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

রাজবাড়ী প্রতি‌নি‌ধি

প্রকাশিত : ১৬:০৪, ১৬ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন।

বুধবার দুপুরে রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়‌কের পাংশা উপজেলার নয়ন মোড় এলাকায় ভ‌্যা‌নের পেছনে মোটরসাই‌কেলের ধাক্কায় এক আরোহী নিহত হ‌ন। 

নিহত রিপন হো‌সেন পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ফুলতলা গ্রা‌মের মাবুদ আলীর ছে‌লে। এঘটনায় আহত ভ‌্যা‌নের তিন যাত্রী‌কে পাংশা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হয়ে‌ছে।

পাংশা হাইও‌য়ে থানার ওসি হারুন অর র‌শিদ ব‌লেন, নিহত রিপন হো‌সেন ‌মোটরসাইকেল চা‌লি‌য়ে বাবু পাড়া থে‌কে পাংশার দি‌কে যা‌চ্ছিল। প‌থে নয়ন মোড় এলাকায় পৌঁছা‌লে সাম‌নে থাকা ভ‌্যা‌নে ধাক্কা দেয়। 

প‌রে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তা‌কে পাংশা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ‌নি‌য়ে গে‌লে চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

অপরদি‌কে সদর উপ‌জেলার আলীপুর ইউনিয়‌নের রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়‌কে মোটরসাই‌কে‌লের ধাক্কায় নওয়াব আলী সরদার না‌মে এক বৃদ্ধ নিহত হ‌য়ে‌ছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি