ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৭, ১৯ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বসবাসরত ঘর থেকে মো: আবুল কালাম ও আমেনা বেগম ময়না  নামের স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার মিজমিজি পাইনাদী রেকমত আলী স্কুলের পাশের এলাকাস্থ আবুল কালাম আজাদের ভাড়াটিয়া বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত মো. আবুল কালাম মিজমিজি বাতানপাড়া এলাকার খলিল মুন্সীর ছেলে ও আমেনা বেগম ময়না একই এলাকার আরব আলী শেখের মেয়ে। 

পুলিশ ও নিহতের স্বজনেরা জানায়, মৃতরা উভয় দীর্ঘদিন যাবত প্যারালাইসিস রোগে অসুস্থ ছিলেন। তাদের দুই ছেলে সন্তান রয়েছে। তারা দুজন গাড়ি চালক। তারা মা-বাবাকে রেখে আলাদা বাসায় বসবাস করতেন। বিকালের দিকে আবুল কালাম আজাদের ভাড়াটিয়া বাড়ির বৃদ্ধ দম্পতির রুম থেকে কোন সাড়া শব্দ না পাওয়ায় ঘরে গিয়ে দেখেন খাটের উপর তাদের মরদেহ। 

পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়। 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মৃতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তারা মূলত দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে বাসায় ছিল। তবে কি কারণে তাদের মৃত্যু হয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে৷ 

ইতিমধ্যে তাদের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সাথে এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি