ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাতদিন পর আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০০, ২০ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

মাছ রপ্তানি মাধ্যমে সাতদিন পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। 

আজ রোববার সকাল থেকে আখাউড়া স্থলবন্দরের আমদানী রপ্তানি কার্যক্রম শুরু হয়।

১২টি গাড়িতে করে প্রায় ৭০ টন বরফায়ীত মাছ রপ্তানির মাধ্যমে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ১৯টি গাড়িতে করে ৪০৫ মেট্রিকটন ৮০০ কেজি বর্জতুলা, প্লাস্টিক সামগ্রীসহ অন্যান মালামাল এ বন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় রপ্তানি হয়েছে। 

সনাতন হিন্দু ধর্মালম্বিদের শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়িদের সিদ্ধান্তে আখাউড়া স্থলবন্দরে সাতদিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। এসময় বন্দরে আমদানি-রপ্তনিসহ সবধরনের বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। 

তবে বন্দরের ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দু’দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার ছিল স্বাভাবিক। 

আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া জানান, মাছ রপ্তানির মধ্যদিয়ে বন্দরে বাণিজ্য কার্যক্রম শুরু হয়। এরপর এক এক করে অন্যান্য পণ্য ভারতে প্রবেশ করে। 

উল্লেখ্য, দেশের দ্বিতীয় বৃহত্তর রপ্তানিমুখী বন্দর আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারতের ত্রিপুরা রাজ্যসহ সাতটি পাহাড়ি রাজ্যে দেড় লাখ মার্কিন ডলার সমপরিমানের বরফায়ীত মাছ, শুটকি, সিমেন্ট, পাথর, প্রাস্টিক সামগ্রী ও ভোজ্যতেলসহ প্রায় অর্ধশতাধিক পণ্য রপ্তানি হয়ে থাকে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি