ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ২ স্কুলছাত্র নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৬, ২১ অক্টোবর ২০২৪

সিরাজগঞ্জের কামারখন্দ থানার চৌবাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ স্কুলছাত্র নিহত হয়েছে। এত আহত হয়েছে আরেকজন। 

রোববার (২০ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলো জেলার বেলকুচি উপজেলার আদাচাকী গ্রামের আবুল হাসানের ছেলে খালিদ (১৬) এবং একই এলাকার শফিকের ছেলে সোহাগ (১৬)। আহত জনের পরিচয় পাওয়া না গেলেও সকলেই বেলকুচির আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। 

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, রোববার রাতে মোটরসাইকেল নিয়ে তিনজন স্কুলছাত্র জামতৈলের দিকে ঘুরতে এসেছিলেন। তারা বাড়ি ফেরার পথে চৌবাড়ী এলাকায় তাদের মোটরসাইকেলটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগলে ২ জন স্কুলছাত্র ঘটনাস্থলেই মারা যায়। 

এছাড়া আহত আরেকজনকে গুরুতর আহত অবস্থায় সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি