ঢাকা, বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪

বাইকচালক স্বামীর মৃত্যু, আরোহী স্ত্রী হাসপাতালে

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৩, ২১ অক্টোবর ২০২৪

স্ত্রীকে নিয়ে আর বাড়ি ফেরা হল না যশোরের শার্শার আনারুল ইসলামের। সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক স্বামীর মৃত্যু হলেও স্ত্রীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

রোববার রাতে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা পুরন্দরপুর মোড়ে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান নাভারণ হাইওয়ে পুলিশের ওসি রোকনুজ্জামান রিপন।

নিহত আনারুল ইসলাম (৪৫) শার্শা উপজেলার লক্ষণপুর গ্রামের আনছার আলীর ছেলে। মারাত্মক আহত সাবিনা ইয়াসমিন (৩০) তার স্ত্রী। পেশায় একজন এনজিও কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীর বরাতে রোকনুজ্জামান বলেন, আনারুল ঝিকরগাছায় ব্র্যাকে কর্মরত স্ত্রীকে নিয়ে বাসায় ফিরছিলেন। যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা পুরন্দরপুর মোড়ে পৌঁছালে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আনারুলের মৃত্যু হয়।

স্থানীয়রা মোটরসাইকেল আরোহী সাবিনাকে মারাত্মক আহতাবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি