ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

চিরকুট লিখে শ্রমিকলীগ নেতার বাড়িতে বোমাসাদৃশ্য বস্তু-কাফনের কাপড়

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৯, ২২ অক্টোবর ২০২৪

মেহেরপুরের গাংনীতে দুটি বোমা সদৃশ বস্তু, কাফনের কাপড় ও দুটি চিরকুট উদ্ধার করেছে থানা পুলিশ। চিরকুটে লেখা মৃত্যুর জম পরিচয়ে কে বা কারা এসব রেখে যায় শ্রমিক লীগের এক নেতার বাড়িতে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের কড়ুইগাছি গ্রামে সুমন আলী সমর (৩২) নামের এক ব্যক্তির রান্না ঘরের সামনে থেকে এসব উদ্ধার করা হয়।

সুমন আলী সমর উপজেলার কড়ুইগাছি গ্রামের আতিয়ার রহমানের ছেলে ও রায়পুর ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক। চিরকুটে মৃত্যুর জম পরিচয়ে ফেলে যাওয়া বোমা সদৃশ দুটি বস্তু, কাফনের কাপড় ও ভাঙ্গা ভাঙ্গা হাতে লেখা দুই পাতা বিশিষ্ট চিরকুট রেখে যায় দুর্বৃত্তরা। 
পরে এলাঙ্গী ক্যাম্পের এসআই রেজাউল হক তা উদ্ধার করেন।

ভুক্তভোগী সুমন আলী সমর জানান, প্রায় দুই মাস বাইরে ছিলাম, ১০ দিন আগে বাড়ি এসেছি। রাতের আঁধারে কে বা কারা এগুলো রেখে গেছে তা জানি না। এতে আমি ও আমার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। আমি রাইপুর ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হওয়ায় রাজনৈতিক কারণে এটা ঘটতে পারে বলে ধারণা করছি।

গাংনী থানা পুলিশের এলাঙ্গী ক্যাম্পের ইনচার্জ এসআই রেজাউল হক এই তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুমন আলী সমরের রান্না ঘরের সামনে থেকে লাল টেপ দিয়ে জড়ানো দুটি বোমা সদৃশ বস্তু, কাফনের কাপড় ও ১টি চিরকুট,একটি সাবান, আগরবাতি, গোলাপজল উদ্ধার করা করি। 

তবে কে বা কারা এটা রেখে গেছে তার কারণ জানা যায়নি। এ ঘটনা তদন্তে পুলিশ মাঠে রয়েছেন। দলীয় কোন্দল ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ হয়তোবা এ কাজ করে থাকতে পারে বলে ধারণা এই পুলিশ কর্মকর্তার।

গাংনী থানার ওসি (তদন্ত) মেজবাহ উদ্দিন জানান, এ ব্যাপারে পরিবারটির লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি পুলিশ এখন তদন্ত করছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি