ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে বরিশালে লাঠি মিছিল

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৮, ২২ অক্টোবর ২০২৪ | আপডেট: ১৬:২৯, ২২ অক্টোবর ২০২৪

রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে বরিশালে লাঠি মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ মঙ্গলবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে অবস্থান বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি রাষ্ট্রপতি সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ নিয়ে যে মন্তব্য করেছেন সেটা মেনে নোওয়া যায়না। তারা অনতিবিলম্বে রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগের সংগঠনকে নিষিদ্ধ করার দাবি জানান। 

অন্যথায় ছাত্র-জনতা কঠোর আন্দোলনে মাঠে নামার হুশিয়ারি দেয় তারা। 

বিক্ষোভ শেষে তারা লাঠি মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বরিশাল বিএম কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, অমৃত লালদে কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি