ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

মোংলায় ভারী বৃষ্টিপাত, খোলা হয়েছে কন্ট্রোল রুম

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১২:১৬, ২৪ অক্টোবর ২০২৪

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় দানায় রূপ নিয়েছে। মোংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় মোকাবেলা ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে, বন্দরে খোলা হয়েছে কন্ট্রোল রুম।

বৃহস্পতিবার সকাল থেকে মোংলায় শুরু হয়েছে ভারী বৃষ্টি। এতে ব্যাহত বন্দরের কার্যক্রম।

বৃষ্টি হচ্ছে সুন্দরবনের দুবলার চরেও। সাগর উত্তাল থাকায় নিরাপদে আশ্রয় নিয়েছেন জেলেরা। 

এদিকে দুর্যোগ মোকাবিলায় মোংলা এলাকায় প্রস্তুত রাখা হয়েছে ১০৩টি আশ্রয় কেন্দ্র ও কয়েকশ’ স্বেচ্ছাসবক দল। গঠন করা হয়েছে মেডিকেল টিমও। 

পুরোপুরি বন্ধ না হলেও বৃষ্টিতে বন্দরে অবস্থানরত ৭টি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠা-নামার কাজ ব্যাহত হচ্ছে। 

এছাড়া মোংলা বন্দরের নিজস্ব নৌযান নিরাপদে এ্যাঙ্করে রাখা হয়েছে। বন্দরে খোলা হয়েছে একটি কন্ট্রোল রুম।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় দানা মোংলা থেকে ৪৮৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি