ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গৃহবধূকে হত‌্যার দা‌য়ে আসামির মৃত‌্যুদণ্ড

রাজবাড়ী প্রতি‌নিধি

প্রকাশিত : ১৬:৩৩, ২৪ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে বি‌য়ের প্রলোভন দে‌খি‌য়ে ফা‌হিমা বেগম না‌মে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার দা‌য়ে আব্দুর রহিম মণ্ডল (৫৬) না‌মে এক ব‌্যক্তির মৃত‌্যুদণ্ড এবং ৫০ হাজার জ‌রিমানা ক‌রে‌ছেন আদালত।

বৃহস্প‌তিবার দুপু‌রে রাজবাড়ী সি‌নিয়র দায়রা জজ মোসাম্মাৎ জা‌কিয়া পারভীন এ রায় প্রদান ক‌রেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুর র‌হিম রাজবাড়ীর কালুখালী উপজেলার জাগিরকয়া গ্রামের মৃত তাছের আলী মণ্ডলের ছেলে।

জানা গে‌ছে, বিয়ের প্রলোভন দেখিয়ে মোঃ আব্দুর রহিম মণ্ডল ২০২৩ সা‌লের ৩০ সেপ্টেম্বর রাতে ভাঙ্গা থেকে কালুখালীতে এনে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ফা‌হিমা বেগম‌কে। হত্যার পর মৃতদেহটি গুম করার জন্য আলামত বি‌ভিন্নস্থা‌নে ফেলে রাখে। 

প‌রে ৫ অক্টোবর কালুখালী উপজেলার কাওয়াখোলা গ্রামের বাবু শিকদারের ধান ক্ষেত থে‌কে ওই নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার ক‌রে পুলিশ। 

এরপর এ ঘটনায় জড়িত আসামি মোঃ আব্দুল রহিম মণ্ডলকে কালুখালীর বড়ইচারা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পি‌পি আহ‌ম্মেদ আলী মৃধা রা‌য়ের সত‌্যতা নি‌শ্চিত ক‌রেছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি