ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ছাত্র আন্দোলনে অস্ত্র উঁচিয়ে গুলি, সেই হোসেন কমিশনার গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৩৩, ২৬ অক্টোবর ২০২৪ | আপডেট: ১২:৪১, ২৬ অক্টোবর ২০২৪

সিরাজগঞ্জ শহরে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর গুলি চালানো সাবেক এমপি জান্নাত আরা হেনরীর প্রধান সন্ত্রাসী ক্যাডার হোসেন কমিশনারকে গ্রেপ্তার করা হয়েছে। 

র‌্যাব-১২ সদর কোম্পানি ও র‌্যাব-২, সিপিসি-১, মোহাম্মদপুর একটি অভিযানিক দল শুক্রবার রাতে ঢাকার শেরে বাংলা নগর থানার রাজধানী উচ্চ বিদ্যালয় এলাকা হতে তাকে গ্রেফতার করে। 

আটক হোসেন আলী (৪০) সিরাজগঞ্জ শহরের চক কোবদাস পাড়ার শিল্পী কুদ্দুস আলীর ছেলে।
 
র‍্যাব-১২ সদর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, গত ৪ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে সিরাজগঞ্জ সদরে আন্দোলনরত ছাত্র-জনতার উপর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে হামলা চালানোর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

এ ঘটনায় শহরের শিল্পি খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার সদর থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেন। এতে অনেকের সাথে সন্ত্রাসী হোসেন আলীকেও আসামি করা হয়। এরই প্রেক্ষিতে শুক্রবার রাতে ঢাকার রাজধানী উচ্চ বিদ্যালয় এলাকা থেকে র‍্যাব অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

পরে শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি