ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

কক্সবাজার সৈকতে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৩, ২৬ অক্টোবর ২০২৪

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে মাহামুদুর রহৃান (১৬) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদুর রহমান (১৬) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তী ডিককুল এলাকার দিদারুল আলমের ছেলে। সে স্থানীয় জুমছড়ি দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন জানান, আজ শনিবার সকালে কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকার মাদ্রাসা ছাত্র মাহমুদুর রহমানসহ ৬ বন্ধু মিলে সমুদ্র সৈকতে ঘুরতে আসে। তারা সৈকতের সুগন্ধা পয়েন্টে পৌঁছার পর বন্ধুরা মিলে কিছু সময় ফুটবল খেলে। পরে সকলে সাগরে গোসলে নামে। 

গোসলের এক পর্যায়ে মাহমুদুর রহমান পানিতে তলিয়ে যায়। পরে ভেসে যেতে থাকলে বন্ধুদের চিৎকারে লাইফগার্ড ও বিচকর্মিরা এগিয়ে এসে মুর্মূষ অবস্থায় তাকে উদ্ধার করে।

পরে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ম্যাজিষ্ট্রেট তানভীর হোসেন জানান, মরদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি