ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পরীক্ষা দেওয়া হলো না কলেজছাত্র রাকিবের

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩১, ২৭ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাকিব (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। 

রোববার সকাল ১০টার দিকে কলেজে পরীক্ষা দিতে যাওয়ার পথে কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব উপজেলার চিৎলা গোবিন্দহুদা গ্রামের মিলনের ছেলে। সে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। 

দামুড়হুদা থানা পুলিশ জানান, সকালে ৩ বন্ধু মোটরসাইকেলযোগে কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিল। তারা কলেজের সামনে পৌঁচ্ছালে একটি পাখি ভ্যানের সাথে ধাক্কা লেগে সড়কের উপর ছিটকে পড়ে। এ সময় নাবিল কোম্পানির ট্রাকটি মাছের ফিড নিয়ে রাজশাহী থেকে দর্শনার উদ্দেশে যাচ্ছিল। ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় রাকিব। 

গুরুতর আহত হয় সাথে থাকা অপর দুই বন্ধু। স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, দুঘর্টনাস্থল থেকে কলেজছাত্র রাকিবকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

দুঘর্টনাকবলিত ট্রাকটি আটক করে দামুড়হুদা মডেল থানা হেফাজতে নেয়া হয়েছে বলে তিনি জানান। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি