ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

গাজীপুরে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৫, ২৯ অক্টোবর ২০২৪

গাজীপুরের শ্রীপুরে বসত বাড়িতে ঢুকে ধারালো দা দিয়ে কুপিয়ে স্মৃতি রাণী পাল নামের এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার স্বামীকে জিজ্ঞাসাবাদে জন্য আটক করেছে পুলিশ।

সোমবার রাতে শ্রীপুরের বরমী বাজারের কামারপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি দা ও এক জোড়া জুতা উদ্ধার করেছে পুলিশ। 

নিহতের স্বামী কাব্য সরকার শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের কেশব চন্দ্র সরকারের ছেলে। বাবার সাথে পারিবারিক বিরোধের কারণে স্ত্রী স্মৃতি রানী পাল ও সন্তানসহ বরমী বাজারের কামারপট্টির নানার বাড়িতে বসবাস করতেন।

গেল রাতে বাড়িতে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনতে পেরে বাড়ির ভেতরে গিয়ে স্মৃতিকে রক্তাক্ত অবস্থায় বাড়ির বারান্দায় পরে থাকতে দেখে স্থানীয়রা। পরে সেখানে থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার অফিসার্স ইনচার্জ  জয়নাল আবেদীন জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে মরদেহের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

এ ঘটনায় নিহত স্মৃতি রানী পালের স্বামীকে জিজ্ঞাসাবাদে জন্য পুলিশ আটক করেছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি